25 Mar 2019

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে ইতোমধ্যে ভক্তদের মনের রানী হয়ে আছেন এই নায়িকা। দর্শক নন্দিত এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ছবি পোস্ট করেন। আর সেই সব ছবি ঘিরেই ঝড় উঠে ফেসবুকে। এবারো তার ব্যতিক্রম নয়।

এবার তিনি উত্তাপ ছড়ালেন সমুদ্রের বুকে। আর তার এই পথেই সঙ্গী ছিল খয়েরি রঙ-এর ঘোড়া। শনিবার বিকেলে পরী তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছেন এই নায়িকা। আর সেই পোস্টের নিচে অনেকেই সুন্দর, ওয়াও কিংবা বিভিন্ন স্টিকার দিয়ে কমেন্ট করছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে স্বামী তামিম হাসানকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়েছিলেন পরীমনি। আর ওখানেই পরীর এই লাস্যময়ী ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন তামিম হাসান।

এদিকে অনেকদিন ধরেই চিত্রনায়িকা পরীমনি ও সাংবাদিক তামিম হাসানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। ফেসবুকে নানা সময় নিজেদের ঘুরাঘুরি, আড্ডা তথা আনন্দের সময় গুলোর অনেক ছবিই পোষ্ট করেছে তারা। তবে কখনোই সরাসরি এ বিষয়ে তারা মুখ খোলেননি। চলতি বছরের ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। তামিম হাসান ফেসবুকে সিঙ্গেল থেকে ‘গট এ্যাংগেজড টু পরীমনি’ স্ট্যাটাস দেন।

স্বল্প ক্যারিয়ারে অনেকগুলো ছবিতে পরীমনি অভিনয় করলেও তাকে তারকা খ্যাতি এনে দেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি। ছবিটি মুক্তির পর নায়িকা থেকে অভিনেত্রী তকমা পান পরী।

সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে আগামী ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৯’। বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবেই প্রদর্শিত হতে যাচ্ছে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিটি।




হঠাৎ ধর্ম নিয়ে মুখ খুললেন ড. কামাল

ধর্মের নামে বৈষম্য আমাদের দেশে

নেই তবে ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ধর্মকে ব্যবহার করা নয়। কিন্তু কিছু রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতাকে ধরে রাখতে ধর্মকে অপব্যবহার করছে। এই অপব্যবহার কারণে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় প্রসক্লাব মিলনায়নে সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে

সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, স্বাধীনতার অর্জনগুলো ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধকে ছড়িয়ে দিতে হবে। ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা সংবিধান সম্মত নয়।

অনেক ক্ষেত্রে মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, সংবিধানে আছে ধর্মকে অপব্যবহার করা যাবে না। আমরা স্বাধীন দেশের নাগরিক। এই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সকল ধর্মের সাথে সম্প্রীতি গড়ে তোলা।

আমি জোর দিয়ে বলতে চাই মানুষের সকল অধিকারকে রক্ষা করতে হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, প্রমুখ উপস্থিত ছিলেন।

২ হিন্দু কিশোরীকে ধর্মান্তরিত করে বিয়ে, উদ্ধারের নির্দেশ ইমরানের

পাকিস্তানে দুই হিন্দু কিশোরীর অপহরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তদন্তে এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

হোলির দিন পাকিস্তানের সিন্ধ ঘোটকি জেলার দাহারকি তালুক থেকে দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করা হয়। পরে তাদের একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে মেয়ে দুটি দাবি করেছে যে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছে তারা। তবে তাদের এই বক্তব্য জোর করে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। জোর করে তাদের ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দুই তরুণীর ভাই।

সিন্ধ প্রদেশের ঘোকটি জেলায় বাড়ি থেকে একদল অপহরণকারী তাদের তুলে নিয়ে বিয়ের আয়োজন করে তারা। অপহরণের পর ওই দুই কিশোরীর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সবার নজরে আসে ঘটনাটি।

তাছাড়া ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় ওই দুই কিশোরী বলছেন যে, তাদেরকে কেউ জোর করেননি বরং তারা নিজের ইচ্ছেতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সোমবার এক টুইট বার্তায় বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রীকে ঘটনার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। ওই দুই কিশোরী এখন পাঞ্জাবে আছে।

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধ ও পাঞ্জাবের প্রাদেশিক সরকার এ ঘটনায় নিয়ে যৌথভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’ শনিবার তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুই হিন্দু কিশোরীর ধর্মান্তরিত ও বাল্যবিবাহের ঘটনার তদন্তে ব্যবস্থা নেবে সরকার।

ঘটনার প্রতিবাদে মুখর হন সেদেশে বসবাসকারী হিন্দু ধর্মালম্বীরা। অভিযুক্তদের বিরুদ্বে শাস্তি দেয়ার দাবি তোলেন তারা। তাছাড়া প্রধানমন্ত্রী ইমরান খানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার হওয়ার অনুরোধ জানানো হয় তাদের পক্ষ থেকে। পাকিস্তানের বসবাসরত হিন্দুদের একটি সংগঠন বলছে, অপহৃত ওই দুই কিশোরী হলেন ১৩ বছর বয়সী রবিনা ও ১৫ বছর বয়সী রীনা।

এদিকে কিশোরী অপহরণের ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এক টুইটে সংবাদপত্রে ওই ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে সুষমা স্বরাজ বলেন, ‘কিশোরী অপহরণের বিষয়ে ভারতের রাষ্ট্রদূতকে রিপোর্ট পাঠাতে বলেছি।’

ছাত্রদলের ট্রাম্পকার্ড ‘ভিপি নূর’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের তেমন কোন সাফল্য না থাকলেও তারা ভিপি নূরতে বেশ খুশি। তাদের ধারণা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব ও ক্ষমতা খর্ব হওয়ায় ক্যাম্পাসে নিজেদের অস্তিত্ব কিছুটা জানান দিতে পারবে ছাত্রদল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রদলের ট্রাম্পকার্ড হচ্ছেন ভিপি নূর।

একাধিক সূত্র জানান, ভিপি নুর ডাকসুর দায়িত্বভার নেয়ার পর ছাত্রদলের হল শাখার বেশ কয়েকজন নেতা দফায়-দফায় বৈঠক করেছেন নূরের সাথে। ছাত্রদল নূরের কাছে আর্জি জানিয়েছে, সাধারণ ছাত্র-ছাত্রীদের যে কোন ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাশে থাকবে তারা। বিশেষ করে বিভিন্ন হল থেকে বহিরাগত উচ্ছেদের যে উদ্যোগ ডাকসু ভিপি নিয়েছেন তার প্রতি শতভাগ সমর্থন রয়েছে ছাত্রদলের।

ছাত্রদলের নেতারা বাংলা ইনসাইডারকে জানান, বিভিন্ন হলে বহিরাগত যারা আছেন অধিকাংশই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। হলের প্রভাব থেকে যদি বহিরাগতদের উচ্ছেদ করা সম্ভব হয় তাতে করে সবচেয়ে বেশি লাভবান হবে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল নেতাদের মতে, গত কয়েক বছর ছাত্রদল কোনভাবেই ঢাবি ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। যে কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া সাধারণ শিক্ষার্থীদেরও ছাত্রদলের পতাকাতলে টানতে পারেনি সংগঠনটি। তবে এবার ঢাবি ক্যাম্পাসে ঘুরে দাঁড়াতে চায় ছাত্রদল। আর তা ভিপি নূরের সমর্থন নিয়েই তা করবে তারা। রোববার মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতারা জড়ো হয়ে ভিপি নূরকে সব ধরনের সহায়তা দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে, আগামী মাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নতুন কমিটি গঠনের কাজ শুরু করবে ছাত্রদল বিশ্ববিদ্যালয় কমিটি। এরপর কাউন্সিল হবে ঢাবি শাখার। ছাত্রদলের একাধিক নেতা জানান, বাম সংগঠনগুলোকে সাথে নিয়েই ক্যাম্পাসে নিজেদের শক্তি প্রদর্শন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ডাকসু নির্বাচনে ছাত্রদল যাতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনের নেতাকর্মীরা।
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ পানে আত্মহত্যা করেছে নোমান ওরফে রুমন (২২)। সে উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁন্দপুর পশ্চিম পাড়া মুন্সী বাড়ীর আব্দুল হাকিমের ছেলে। গতকাল রবিবার ২৪ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির এক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল চারটায় রুমনের প্রেমিকা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের নুরুল ইসলামের মেয়ে রুমা আক্তার (১৮) নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ খবর শুনে রাতের কোন এক সময় ছাত্রবাসে রুমনও বিষ পান করে। এরপর আজ (২৫ মার্চ) সোমবার সকালে ঘুম থেকে উঠছেনা দেখে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রুমে গেলে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।
এরপর তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে গতকাল রবিবার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রুমা। বিকেল চারটার দিকে ঝুলন্ত অবস্থায় রুমাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় মুন্সীরহাট নেছারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে জানা যায়, রুমার সাথে রুমনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
রুমার পরিবার জানায়, প্রেমঘটিত কারণেই রুমা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে রুমার মা গণমাধ্যমকে বলেন, ‘রুমন আমার মেয়ের সাথে প্রায়ই মোবাইলে কল দিয়ে কথা বলত। আট মাস আগে আমার মেয়ের সাথে রাগ করে রুমন বিষও খেয়েছিল। এখন আমার মেয়েই মারা গেল। আমার মেয়ের মৃত্যুর জন্য রুমনই দায়ী।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জন চাকমা বলেন, ‘প্রাথমিকভাবে দুটি ঘটনাই প্রেমঘটিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুমার পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে রুমা এবং রুমন পাশ্ববর্তী মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

বাসের চাপায় আবারো রক্তাক্ত রাজধানীর রাজপথ

আবারো রক্তাক্ত- বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারের প্রাণ হারানোর এক সপ্তাহ পার হতে না হতেই আবারো রক্তাক্ত হলো রাজধানীর সড়ক। পশ্চিম শেওড়াপাড়া এলাকায় তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মিনিবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

আরোহীর বুকের ওপর দিয়ে বাসটি চলে যাওয়ায় দেহটি থেঁতলে যায়। ওই মোটরসাইকেল আরোহীর নাম নুরুল ইসলাম শান্ত (৩০)। তাকে উদ্ধার করে মিরপুর ১০ নম্বর আল হেলাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফিরিয়ে দেন। পরে সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) অতিরিক্ত উপকমিশনার মনজুর। তিনি বলেন, তেঁতুলিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। মনজুর মোর্শেদ জানান, বাসের চালককে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।
বাসটি ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক যাচাইয়ে কাগজপত্র ঠিকঠাক পাওয়া গেছে। এর আগে গত ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে আবরার নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বাসচাপায় শিক্ষার্থী নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামে একটি বাস তাকে চাপা দেয়।

প্রেম করার ‘অপরাধে’ ১৯ দিন শেকলবন্দী, অবশেষে মুক্তি

অবশেষে মুক্তি- প্রেম করার ‘অপরাধে’ বন্দী হয়েছিলেন এনামুল হক মানিক (১৯)। তার বাবা রফিকুল ইসলাম নিজেই তাকে পায়ে শেকল বেঁধে ১৯ দিন ঘরবন্দী করে রেখেছিলেন। অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পেলেন তিনি।

ঘটনাটি রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গন্ধর্নপুর গ্রামের। পুলিশ এনামুলে বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

জানা গেছে, পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এনামুল হক মানিক তাদের পাশের গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি এনামুলের বাবা রফিকুল ইসলাম মেনে নিতে পারেননি। গত ৫ মার্চ তিনি ছেলেকে ডেকে পায়ে শেকল বেঁধে ঘরে তালাবদ্ধ করে রাখেন। এনামুলের খাবার থেকে শুরু করে যাবতীয় কাজ ওই ঘরের ভেতরেই করতে হতো।

১৯ দিন এনামুলকে ঘরবন্দী করে রাখার বিষয়টি রোববার জানাজানি হয়ে যায়। এলাকাবাসী ঘটনার ব্যাপারে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে এনামুলকে বন্দিদশা থেকে মুক্ত করে।

এনামুলের বড় ভাইয়ের স্ত্রী লীনা বেগম জানান, পাশের গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ায় তার দেবরের পায়ে শেকল বেঁধে ঘরবন্দী করে রাখেন শ্বশুর। আজ পুলিশ এসে তাকে উদ্ধার করে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, এনামুল ও ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক জানার পর তাদের পরিবারে গণ্ডগোল হয়। মেয়েটি তার কাছে এনামুলকে বিয়ে করার দাবি নিয়ে আসে। পরে তিনি গ্রামের কয়েকজন কর্তাব্যক্তি নিয়ে রফিকুল ইসলামের বাড়ি গিয়ে দুজনের বিয়ের জন্য আলোচনা করেন। কিন্তু তিনি রাগান্বিত হয়ে ছেলেকে শেকল বেঁধে ঘরবন্দী করে ফেলেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র আমাদের সময়কে জানান, গ্রামবাসী ঘটনার ব্যাপারে জানালে তিনি ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদের জন্য এনামুলের বাবা ও ভাইকে থানায় আনা হয়েছে।

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে ইতোমধ্যে ভক্তদের মনের রানী হয়ে আছেন এই না...